EoI for Bangladesh: CSISA-MEA

Expression of interest for agricultural machinery and spare parts manufacturing in partnership with the Cereal Systems Initiative for South Asia Mechanization Extension Activity (CSISA-MEA)

CIMMYT in collaboration with iDE, and Georgia Institute of Technology are partnering in the USAID-funded Cereal Systems Initiative for South Asia Mechanization Extension Activity (CSISA-MEA) to increase the productivity, competitiveness and efficiency of domestic agricultural machinery manufacturing, assembly, use, and servicing through building manufacturing capacity, improving the quality of manufacturing practices, increasing workplace safety, and strengthening agriculture mechanization market systems.

CSISA-MEA is looking to form partnerships with the machinery or parts manufacturers in the following areas:

  • Spare parts manufacture and Mechanics shops
  • Assisting manufacturers to access quality raw materials
  • Assisting in improving the assembly process for the agricultural, post-harvest, and processing machineries
  • Enhancing technical skills of your staff, including women and youth
  • Development of new business models for sales of appropriate machinery to farmers
  • Develop linkage with financial institutes

If you are an agricultural machinery or machinery parts manufacturer and would like to explore the potential partnership with the CSISA-MEA project, we are delighted to ask you to submit a formal expression of interest by completing and returning the documents listed in this EOI. You may download both English and Bangla versions (links below) of this EOI or ask for a printed copy by calling the following phone number.

To collect a printed copy, call: 01623460950 (Cox’s Bazar)

Further guidance on the submission in the EoI documents is below:

Bangla (PDF, Word) | English (PDF, Word)

Deadline for submission: 25 October 2021, 5:00 pm (Bangladesh time)

EOI বিজ্ঞপ্তি

কৃষি যন্ত্র ও স্পেয়ার পার্টস উৎপাদকদের জন্য সিরিয়াল সিস্টেমস ইনিশিয়িটিভ ফর সাউথ এশিয়া মেকানাইজেশন এক্সটেনশন একটিভিটি ( সিসা-এমইএ)এর সাথে পার্টনারশিপে কাজ করার আহবানের (EOI) বিজ্ঞপ্তি

সিসা-এমইএ প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা।

স্থানীয়ভাবে তৈরিকৃত কৃষিজ পণ্যের উৎপাদন, সন্নিবেশন (এসেম্বলিং), ব্যবহার, সার্ভিসিং এর দক্ষতা বৃদ্ধি, মানসম্মত পণ্য তৈরির চর্চা বাড়ানো, কর্মক্ষেত্রের পরিবেশ উন্নতকরণ ও পণ্যের বাজার ব্যবস্থা কে শক্তিশালী করার লক্ষ্যে সিরিয়াল সিস্টেমস ইনিশিয়েটিভ ফর সাউথ এশিয়া মেকানাইজেশন এক্সটেনশন অ্যাক্টিভিটি (সিসা-এমইএ) প্রকল্পটি সিমিট,, ইউএসএআইডি-এর অর্থায়নে আইডিই, এবং জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির সহযোগিতায় বাস্তবায়ন করছে।

সিসা-এমইএ নিম্নলিখিত ক্ষেত্রে মেশিন বা যন্ত্রাংশ প্রস্তুতকারকদের সাথে পার্টনারশিপে কাজ করার সন্ধান করছে:

●  খুচরা যন্ত্রাংশ উৎপাদক এবং মেকানিক শপ

●  উৎপাদকদের জন্য মানসম্মত কাঁচামাল সরবরাহ নিশ্চিত করা

●  কৃষি উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্র, ফসল কাটার যন্ত্র ও ফসল কাটার পর প্রস্তুতকরনে প্রয়োজনীয় যন্ত্র সামগ্রীর সন্নিবেশনে (এসেম্বলিং) এ সহায়তা দেয়া

●  নারী এবং যুব কর্মীসহ আপনার কর্মীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করা

●  কৃষকদের উপযুক্ত যন্ত্রপাতি বিক্রির জন্য নতুন ব্যবসায়িক মডেলগুলির বিকাশ ঘটানো

●  আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপন

আপনি যদি কোনও কৃষি মেশিন বা যন্ত্রপাতি যন্ত্রাংশ প্রস্তুতকারক হয়ে থাকেন এবং সিসা-এমইএ প্রকল্পের সাথে পার্টনারশিপে কাজ করতে চান তবে এই বিজ্ঞপ্তির তালিকাভুক্ত কাগজাদি পূরণ করে আমাদের নিকট পাঠিয়ে দিলে আমরা বাধিত থাকব। EOI এর ইংরেজী এবং বাংলা উভয় সংস্করণ সংযুক্ত আছে, আপনি যে কোনও সংস্করণ পূরণ করতে পারেন। নিম্নে উল্লেখিত ফোন নাম্বারে কল করে EOI এর বিজ্ঞপ্তির লিঙ্কটিও জেনে নিতে পারেন।

প্রিন্ট কপি সংগ্রহের জন্য কল করুনঃ 01623460950 (কক্সবাজার)

জমা দেয়ার শেষ দিন ২৫শে অক্টোবর ২০২১, বিকাল ৫ টা।

Tags: , ,

Posted on Bangladesh-news, News & Announcements, October 6, 2021


Copyright © 2017 CIMMYT

CSISA Website

Disclaimer

While every precaution has been taken in the preparation of this website and its contents, CIMMYT and its implementing partner organizations for CSISA – IFPRI and IRRI – assume no responsibility for errors or omissions. All information and features described herein are subject to change without notice. This website may contain links to third-party websites. CIMMYT is not responsible for the contents of any linked site or any link contained in a linked site. This website is providing these links only as a convenience, and the inclusion of a link does not imply endorsement by CIMMYT of the linked sites or their content.

Terms of Use

Copyright © 2017 International Maize and Wheat Improvement Center (CIMMYT)
CIMMYT holds the copyright to all CSISA publications and web pages but encourages use of these materials for non-commercial purposes, unless specifically stated otherwise. Permission to make digital or hard copies of part or all of this work for personal or classroom use is hereby granted without fee and without a formal request provided that copies are not made or distributed for profit or commercial advantage and that copies bear this notice and full citation on the first page. For copyrights not owned by CIMMYT, express permission must be pursued with the owner of the information. To republish or redistribute for commercial purposes, prior permission is required.